কলকাতা

বাংলায় আইটি সেক্টরে কর্মসংস্থান, ৫০ হাজার কর্মী নিয়োগ করছে টিসিএস, জানালেন মুখ্যমন্ত্রী

এবার বাংলায় কর্মসংস্থানের নতুন দিশার খোঁজ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাটা কনসালটেন্সি সার্ভিস এই রাজ্য়ে ৫০ হাজার কর্মী নিয়োগ করল। আইটি সেক্টরে যেন কর্মসংস্থানের নতুন দিশা খুলে গেল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সুখবর দেন। তিনি লেখেন, ”বাংলার সরকার কর্মসংস্থানের ব্যাপারে বদ্ধপরিকর। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি,  বাংলার আইটি সেক্টর সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছে। কলকাতায় ৫০ হাজার কর্মী নিয়োগ করবে টিসিএস। ২০১১ সালে কলকাতায় ১১ হাজার কর্মী নিয়োগ করেছিল টিসিএস। তবে এবার সংখ্যাটা তিন গুণ। সকলকে অনেক শুভেচ্ছা।”