বিমানের পর এবার জল। ভারতের বৃহত্তম প্যাকেজড ওয়াটার সংস্থা কিনে নিচ্ছে টাটা। বিসলেরি কিনছে টাটা। সূত্রের খবর এমনই। ৭০০০ কোটি টাকায় দেশের বৃহত্তম প্যাকেজড ওয়াটার সংস্থা বিসলেরি কিনছে টাটা গ্রুপ। জানা যাচ্ছে, বিসলেরির মালিক রমেশ চৌহান কোম্পানি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৬০০০ থেকে ৭০০০ কোটি টাকায় রমেশ চৌহান টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের কাছে নিজের কোম্পানি বেচার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।