মুক্তি পেল দেব-এর নতুন ছবি বাঘাযতীন-র টিজার। অক্টোবরের ১৯ তারিখে মুক্তি পাচ্ছে অরুণ রায় পরিচালিত এই ছবি। প্রজাপতি-র সাফল্যের পর এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন হয়ে পর্দায় ফিরছেন দেব। একাধিক লুকে দেখা গিয়েছে বাঘাযতীনকে। কখনও লম্বা দাড়ি, কখনও ক্লিন সেভড দেব। বাঘাযতীন-এ দেবের অ্যাকশনের ঝাঁঝ কতটা তার ইঙ্গিত মিলল টিজারেই। ব্রিটিশ পুলিস অফিসারকে মেরে শুইয়ে দেওয়ার আগে দেবের মুখে শোনা গেল, আমি ভারতীয়। এটাই আমার পরিচয়। ১০ সেপ্টেম্বর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। তার একদিন আগে টিজারমুক্তি ঘটিয়ে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎকে সম্মান জানালেন তিনি। বললেন, ‘‘দেশ স্বাধীন করতে ভারতের অগুনতি মানুষ এবং অসংখ্য বিপ্লবী প্রাণ দিয়েছেন। বাংলার বিপ্লবীদের কথা দেশ কতটুকু জানে? সেই জায়গা থেকে মনে হয়েছে, বাঘাযতীনকে সামনে আনা দরকার। যাঁর হুঙ্কারে ব্রিটিশ সাম্রাজ্যর ভিত কেঁপে উঠেছিল।’’ দাবি, ‘‘টলিউড নিজের জোরেই এগিয়ে চলেছে। আরও দ্রুত অগ্রগতি চাইলে এমন কিছু ছবি বানানো দরকার যার আর্কাইভ ভ্যালু থাকবে। অরুণ রায় পরিচালিত এই ছবিটি তেমনই। ‘বাঘা যতীন’ আমার মুকুটে নয় টলিউডের মুকুটে দামি পালক হতে চলেছে।’’১৯ অক্টোবর পঞ্চমীতে বড়পর্দায় ‘বাঘা যতীন’ ফিরছেন। ২০ অক্টোবর ষষ্ঠীতে ছবির সর্বভারতীয় মুক্তি। দেবের মতে, সারা দেশের বাংলার বিপ্লবীদের চেনা দরকার। তাই বাংলা ছাড়াও অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবিটি মুক্তি পাবে। কিন্তু ভাল কাজ করার আগে বড়দের আশীর্বাদ যে খুব দরকার! সেই কাজটিও তিনি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন।