কলকাতা

সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হল ১৩.২ ডিগ্রি, আজ থেকে বাড়বে তাপমাত্রা

ঠিক বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ায় খুশিতে মেতেছিলেন শীতপ্রেমীরা ৷ তবে এই ‘সুখ’ ক্ষণিকের ৷ ক্রিসমাসের আনন্দে মেতে ওঠার আগেই হাড়কাঁপানো শীত কমতে  চলেছে ৷ আজ থেকেই বাড়ছে তাপমাত্রা ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,  বৃহস্পতিবার কুয়াশা মাখা ভোরের পরে থাকবে রোদ ঝলমলে আকাশ । সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রির আশপাশে থাকবে । হাওয়া অফিস জানিয়েছে, গত সাত দিন তাপমাত্রার পারদ পাল্লা দিয়ে নিম্নমুখী হয়েছিল । কিন্তু আজ থেকে তা আর হবে না । আটচল্লিশ ঘণ্টার পর থেকে জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকে চলে আসবে । কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে । ফলে হাড়কাঁপানো ঠান্ডা থাকবে না বেশ কয়েকদিন । ফলে শীতের আমেজ নিয়ে খুশি থাকার মেজাজে বড়সড় ধাক্কা ।