জেলা

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) উচ্ছেদ অভিযানের প্রাক্কালে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে। আজ পাঁচিল ঘেরার কাজের সূচনা করতে এসে বিপাকে পড়ে ডিএসপি কর্তৃপক্ষ। ডিএসপির জমিতে বসবাসকারী কয়েক হাজার তামলা ও ফরিদপুর এলাকার বাসিদারা মিলে ডিএসপির কাজ বন্ধ করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান ও এলাকাবাসীর মধ্যে বচসা শুরু হয়। সিআইএসএফ জওয়ানরা স্থানীয়দের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে কয়েকজন জখম হয়েছেন বলে খবর। এরপরই গান্ধীমোড় থেকে মায়াবাজার যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।  দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গাপুর থানার বিশাল পুলিসবাহিনী ও কমব্যাট ফোর্স। পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত।