মধ্যপ্রদেশের জঙ্গল থেকে উদ্ধার দুটি মৃত ব্যাঘ্রশাবকের দেহ
Posted onAuthorবঙ্গনিউজComments Off on মধ্যপ্রদেশের জঙ্গল থেকে উদ্ধার দুটি মৃত ব্যাঘ্রশাবকের দেহ
মধ্যপ্রদেশের বান্ধবগড়ের জঙ্গল থেকে উদ্ধার হল দুটি মৃত ব্যাঘ্রশাবকের দেহ। বান্ধবগড় টাইগার রিজার্ভের পক্ষ থেকে পরীক্ষা করার পর জানানো হয়েছে, একটি পুরুষ বাঘই ওই দুই শাবককে মেরে ফেলেছে।