কলকাতা

২৬ নভেম্বর বামেদের ডাকা ধর্মঘটে কংগ্রেসও শামিল হবে

২৬ নভেম্বর বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে শামিল হবে কংগ্রেসও । ধর্মঘটের সমর্থনে ২৩ নভেম্বর মিছিল করবে বাম ও কংগ্রেস । মেট্রো চ্যানেল থেকে হেদুয়া পর্যন্ত পদযাত্রা করবেন অধীর-বিমানরা । একুশের ভোটে তৃণমূল-BJP-র বিরুদ্ধে জোট নিয়ে আজ আরও এক দফা বৈঠক ছিল বাম ও কংগ্রেসের । বৈঠক পর একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন অধীর চৌধুরি ও বিমান বসু । ভোটযুদ্ধে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত বাম ও কংগ্রেসের । বিমান বসু জানান, “বাংলায় জোট শক্তিশালী হচ্ছে ।” অধীরবাবুর মুখেও একই কথা । বলেন, “জোটকে অস্বীকার করা যাচ্ছে না ।” তবে আসন-বণ্টন কী হবে তা নিয়ে আজকের বৈঠকে কোনও আলোচনা হয়নি । এই বিষয়ে আগামীদিনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধীরবাবু ।