লাদাখ সীমান্তে ভারত-চিন পরিস্থিতি নিয়ে বারবার কেন্দ্রকে প্রশ্ন করেছে কংগ্রেস । প্রধানমন্ত্রী সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে চুপ কেন সেই প্রশ্ন তুলে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । ভারত-চিনের ইস্যু নিয়ে দলীয় বৈঠকের ডাক দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । কংগ্রেসের কার্যকরী কমিটির এই বৈঠক আগামী ২৩ জুন । মূলত ভারতের অর্থনীতিতে কোরোনার প্রভাব নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে । একইসঙ্গে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং নেপাল সীমান্ত পরিস্থিতিও বৈঠকে উঠতে পারে । ভিডিও কন্ফারেন্সে হবে এই বৈঠক বলে সূত্রের খবর।