আজ দিনের শেষে কলকাতা পুরসভার ভোট নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, শহরের মোট ১৬৫৬টি কেন্দ্রে ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ করা হয়েছে। মোট বুথের সংখ্যা ছিল ৪ হাজার ৯৫৯টি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ। তবে দুটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি খান্না স্কুলের সামনে। খান্নার ঘটনায় কেউ আহত হননি। এব্যাপারে এন্টালি থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আর দ্বিতীয় বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে আমহার্স্ট স্ট্রিটে। সেখানে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে কন্ট্রোল রুম চালু হয়েছে। লাগাতার ২৪ ঘণ্টা কাজ করেছে। বিভিন্ন মাধ্যম থেকে মোট ৪৫৩টি অভিযোগ জমা পড়েছে। আজকে মোট ১৯৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ৫৫টি ইভিএম পরিবর্তন করা হয়েছে। বুথ দখলের কোনও অভিযোগ নেই। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনও অচল সিসিটিভি ছিল না। নির্বাচনের শেষ মুহূর্তে কিছু কোভিড রোগী ভোট দিয়েছেন। ফলে দিনের শেষে রাজ্য নির্বাচন কমিশন অবশ্য পুলিশেরই পাশে দাঁড়ালো৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের দাবি, নির্বাচনে যথেষ্ট ভাল কাজ করেছে পুলিশ৷ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভাল ছিল বলেই দাবি তাঁর৷ কমিশনের দাবি, নির্বাচন সংক্রান্ত যে কটি অভিযোগ এসেছে, তা পুলিশকে জানানো হয়েছে৷ প্রতিটি ঘটনাতেই পুলিশ পদক্ষেপ করেছে৷ পুলিশ পদক্ষেপ নেয়নি, এমন একটিও ঘটনা নেই বলেই দাবি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার৷ তাঁর দাবি, মোটের উপরে কলকাতার পুরভোট শান্তিপূর্ণই হয়েছে৷