জেলা

প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে পড়ুয়াদের মিড-ডে মিলের চাল সাবার করলো হাতি

জলপাইগুড়িঃ শুক্রবার গভীর রাতে সংলগ্ন লাটাগুড়ি বনাঞ্চল থেকে একটি হাতি এলাকায় বেরিয়ে এসে হানায় মেটেলি ব্লকের ছাওয়াফেলি এসপি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেওয়াল ভেঙে পড়ুয়াদের মিড-ডে মিলের চাল সাবার করল হাতি। সেখানে বিদ্যালয়ের দেওয়াল ভেঙে মজুত চাল সাবার করে। এছাড়াও শ্রেণিকক্ষের ফ্যান, চেয়ার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়।