মুর্শিদাবাদ: এবার করোনা আক্রান্তের জেরে বন্ধ করে দেওয়া হল কান্দি মহকুমা হাসপাতালের এইচডিইউ সিসিইউ ইউনিট। বুধবার সকাল থেকে বন্ধ করা হল এই বিভাগ। কান্দি মহকুমা হাসপাতালে ভিন রাজ্যে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করে তা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, যিনি নমুনা সংগ্রহ করে নিয়ে যান তার পরিবারের এক সদস্য জ্বর নিয়ে কান্দি মহকুমা হাসপাতালের সিসিইউ এইচডিইউ-তে চিকিৎসাধীন ছিলেন এবং তারপর তার কোভিড পজেটিভ পাওয়া গিয়েছে। অবশেষে বুধবার সকালে তাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য । সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতাল সিসিইউ এইচডিইউ ইউনিট। স্বাভাবিকভাবেই ওই ইউনিট বন্ধ করে দেওয়া হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়েছে।