আগামী ১ জুলাই থেকে ভক্তদের জন্য কালীঘাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। তবে বেশ কিছু নিয়ম মেনেই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন দর্শনার্থীরা। মন্দিরের তরফে জানানো হয়েছে, আপাতত সকাল ৭ টা থেকে বেলা ১২ টা ও বিকেল ৪ টে থেকে সন্ধে ৭ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না। প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাউজার। মন্দিরে প্রবেশের অনুমতি মিললেও আপাতত গর্ভগৃহে যেতে পারবেন না ভক্তরা। দিতে পারবেন না পুজোর সামগ্রীও। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিটি।