স্নাতক ও স্নাতকোত্তর স্তরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছে তাতে বলা হয়েছে, ১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ শুরু করতে হবে। ইউজিসি-র নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে। উচ্চশিক্ষার নতুন ক্যালেন্ডারে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষ শুরু হবে ১ অক্টোবর থেকে। কোথাও আসন ফাঁকা থেকে গেলে সেগুলি পূরণ করার জন্য ভর্তির শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। ইউজিসি-র সুস্পষ্ট নির্দেশ, কোনও পড়ুয়া যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ৩১ অক্টোবরের মধ্যে অন্যত্র চলে যান, সে-ক্ষেত্রে করোনা-কালে অভিভাবকদের আর্থিক পরিস্থিতির কথা ভেবে ভর্তির পুরো ফি ফেরত দিতে হবে। কোনও রকম চার্জ কেটে নেওয়া যাবে না। এ বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নতুন সূচী তৈরি করেছে ইউজিসি। সব রাজ্যের কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নয়া নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে, গত বছর ২৯ এপ্রিল এবং ৬ জুলাই যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী সূচী তৈরি করা হয়েছে। কীভাবে ক্লাস শুরু হবে, পরীক্ষা নেওয়া হবে তার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কোভিড বিধি মেনেই পঠনপাঠন শুরু হবে।