শহরের গাড়ি ব্যবহারকারীদের জন্য সুখবর আনল কলকাতা পুলিস। গাড়ি বা ড্রাইভিং লাইসেন্সের নো অবজেকশন সার্টিফিকেটের (এনওসি) জন্য আর লালবাজার ছুটতে হবে না। এখন বাড়িতে বসেই মিলবে ই-এনওসি। এর জন্য কলকাতা ট্রাফিক পুলিসের ওয়েবসাইট kolkatatrafficpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড করা যাবে। গাড়ির নম্বর, চ্যাসিস নম্বর, ই-মেল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলে ওটিপি আসবে। তার মাধ্যমেই পপ আপে উঠবে, আবেদনকারী এনওসি পাওয়ার যোগ্য কি না। আর যোগ্য হলে এনওসি এবং প্রয়োজনীয় সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া যাবে।