কলকাতা

রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৭ হাজার ২৪৩, মৃত ৮০৪, সুস্থ ১৫ হাজার ৭৯০

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৮৩৭

কলকাতাঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৫ জন করোনা রোগী প্রাণ হারালেন। তার ফলে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮০৪। আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় আরও ৮৫০ জনের শরীরে কোভিড-১৯ মিলেছে। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৮৩৭। সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ২৪৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৭৯০জন।