গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্যদপ্তর কর্তৃক প্রকাশিত বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ৭০৩ জন। এদিন আরও ৬১ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৭২৫। সেই সঙ্গে ৩ হাজার ৯৪৫ জন সুস্থ হওয়ায় মোট করোনা জয়ীর সংখ্যা ৩ লক্ষ ২১ হাজার ৮৭৩ জন। বর্তমানে রাজ্যে ৩৭ হাজার ৯৪ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।