গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৩৪২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭০৬ জন রোগীর। ফলে এই মুহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৯ হাজার ৮৫৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭১ লক্ষ ৭৫ হাজার ৮৮১ জন। অন্যদিকে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ৩৮ ৭২৯ জন করোনা রোগী। এপর্যন্ত দেশে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন মোট ৬২ লক্ষ ২৭ হাজার ২৯৬ জন। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।