দেশ

পুলওয়ামা নিয়ে রাজনীতি করা লোকজনের আসল চেহারা প্রকাশ পেয়েছে: প্রধানমন্ত্রী

সম্প্রতি পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান। পাক সংসদে দাঁড়িয়েই সে কথা জানিয়েছেন ইমরান খান মন্ত্রিসভার সদস্য। সেই প্রসঙ্গ তুলেই নাম না করে বিরোধীদের একহাত দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের কেভাডিয়ায় জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতি করার জন্য বিরোধীদের খোঁচা দেন প্রধানমন্ত্রী। বলেন, “প্রতিবেশী দেশের সংসদে যে সত্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাতে হামলা নিয়ে যারা রাজনীতি করেছিল তাদের প্রকৃত চেহারা প্রকাশ পেয়েছে।”বলেন, ‘প্রতিবেশী দেশের সংসদে সত্যিটা স্বীকার করা হয়েছে, তাই এই লোকগুলোর আসল চেহারা দেশের সামনে ফুটে উঠছে। দয়া করে এমন রাজনীতি আর করবেন না।’ এ দিন স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রীয় একতা দিবসে প্রধানমন্ত্রী বলেন, ‘আধা সেনার প্যারেড দেখতে দেখতে মনে পড়ছিল পুলওয়ামা হামলার কথা। সেই হামলায় আমাদের শহিদরা আধা সেনারই অংশ ছিলেন। সেই সময় গোটা দেশ শোকে কাতর ছিল। কিন্তু, কিছু লোক সেই সময় নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছিল। তবে আমার হৃদয়ে বীর শহিদদের জন্য গভীর ক্ষত থাকায় বিরোধীদের সমস্ত কুরুচিকর, ভিত্তিহীন অভিযোগ চুপচাপ সহ্য করেছিলাম।’ এরপরই পুলওয়ামা হামলার কথা তুলে ধরে মোদী বলেন, ‘প্রতিবেশী দেশের সংসদে সত্যিটা স্বীকার করে নেওয়া হয়েছে। তাই এই লোকগুলোর আসল চেহারা দেশবাসীর সামনে ফুটে উঠেছে। দয়া করে এই ধরণের রাজনীতি করবেন না। এঅ ধরণের কাজে সচেতন বা অবচেতনে আপনারা দেশবিরোধী শক্তির বোড়ে হয়ে যাচ্ছেন। এতে দেশের উপকারতো হয়ই না, আপনাদের দলেরও ক্ষতি হবে।’