অবশেষে তৃণমূলের দাবি মেনে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিসকে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের দাবি, আগামী ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনে কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে সব মিলিয়ে ১১ হাজার ৮১৫ জন রাজ্য পুলিসকর্মীও মোতায়েন থাকবেন। যার মধ্যে ৫৪০ জন সশস্ত্র বাহিনীর পুলিস, ৮ হাজার ৯২৬ জন বিনা অস্ত্রধারী, ১১২ জন ইন্সপেক্টর, ১৪৭০ জন এএসআই এবং ৩৬৭ জন মহিলা পুলিস থাকবেন। উল্লেখ্য, এর আগে বুথের বাইরে একমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। তারপরই তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল দিল্লিতে এ বিষয়ে অভিযোগ জানায়। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোটে কারচুপির অভিযোগও তুলেছিলেন শাসকদলের নেতারা। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নেওয়া রাজ্য পুলিস মোতায়েনের এই নয়া সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।