আগামিকাল প্রতিবাদ মিছিল করতে চলেছে তৃণমূল। আর রাজপথে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই হাথরসে ঢোকার মুখে আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। হাথরসকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,”পুলিস তদন্ত সঠিকভাবে তদন্ত করুক। আমরা এখানে ধর্ষণের ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করি।” উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখার করার উদ্দেশে রওনা দেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতা ঠাকুর। গ্রামে ঢোকার আগেই তাঁদের আটকে দেয় পুলিস। তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিসের। এবার কলকাতায় হাথরসের প্রতিবাদে নামতে চলেছে তৃণমূল। প্রতিবাদ মিছিলে হাঁটবেন খোদ তৃণমূল সুপ্রিমো। শনিবার বিকেল ৪টেয় বিড়লা তারামণ্ডল থেকে গান্ধীমূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Related Articles
বহরমপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা
তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নাম চিরঞ্জিৎ চক্রবর্তী (৩২)৷ গতকাল গভীর রাতে বহরমপুরে খাগড়া এলাকার ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ৷ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে ৷ গতরাতে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন চিরঞ্জিৎ ৷ পথে খাগড়ার […]
শুভেন্দুদের সাসপেনশন প্রত্যাহার করতে বিধানসভার অধ্যক্ষকে চিঠি রাজ্যপালের
গত সোমবার বিধানসভায় বিজেপি বিধায়কদের হাতাহাতির ঘটনায় শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে সাসপেন্ড করা হয়েছিল আরও দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে ৷ বিষয়টি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে গিয়ে দরবার করেছিলেন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা ৷ এবার এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অধ্যক্ষ […]
এবার মেট্রো স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার, বসানো হচ্ছে চা-কফির মেশিনও
সেজে উঠছে কলকাতা মেট্রো রেল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন মেট্রোয়। তাই চলার পথে যাত্রীদের হাতের কাছেই প্রয়োজনীয় পরিষেবা পাইয়ে দিতে যোগ করা হচ্ছে একের পর এক পরিষেবা। শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রো। ওই সংস্থার উদ্যোগেই বসানো হবে ডায়াগনস্টিক কিয়স্ক। বয়স্ক ও ছোটদের জন্য চটজলদি পরীক্ষা করিয়ে নিতে এই […]