বুধবার বিজেপির একটি কর্মসূচিতে দিলীপ ঘোষ বলেন, ‘উত্তরপ্রদেশের মেয়েটিকে রেপ করা হয়েছিল তার কোনও প্রমাণ নেই। ফরেনসিক রিপোর্ট বলছে ধর্ষণ হয়নি। মেয়েটির মা একরকম কথা বলছেন, পাড়ার লোক এক রকম বলছেন। আর কিছু লোক সেটা নিয়ে রাজনীতি করছে।’ এরপরই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, ‘দিদিমণির ভাইয়েরা ওখানে ড্রামা করতে গেছিলেন। একজন ভাই আবার পুলিশের ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেলেন! ফিটনেস নেই যখন যান কেন! আমাদের কাছে আসবেন, মর্নিং ওয়াক করবেন, ফিটনেস কাকে বলে দেখিয়ে দেব!’ এরপরই দিলীপ ঘোষ বলেন, ‘যারা উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাজনীতি করল, সারা দেশের মিডিয়াকে জড়ো করে বিভ্রান্তি ছড়াল, তাঁদের কী করা উচিত? চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে জুতোর মালা পরানো উচিত এই টিএমসির নেতাদের।’