সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন অর্থাৎ আফস্পার অপব্যবহার হবে না। আগামী দিনে তা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের প্রতিনিধিদের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আফস্পা নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবিতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয় তৃণমূল ৭ সাংসদের এক প্রতিনিধিদল। তৃণমূল প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন শাহ, আফস্পার অপব্যবহার যাতে না হয়, তা তিনি নিজেই নিশ্চিত করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই দলীয় সংসদদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার নির্দেশ দেন। অভিষেকের নির্দেশ মতোই বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূলের সাত সদস্যের প্রতিনিধিদল। যার নেতৃত্বে ছিলেন দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়, লোকসভার মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পাঁচ সাংসদ সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব এবং নাদিমুল হক। এদিন বিকেল পৌনে চারটেয় সংসদের আট নং ঘরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তৃণমূল প্রতিনিধি দলের তরফে সাত পাতার একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় যাতে সই করেছেন তেত্রিশ জন সাংসদ।
Our Hon'ble MPs submitted a memorandum to the @HMOIndia today.
We demand compensation for the kin of victims.
GOI must clear the ambiguity surrounding AFSPA. They must ENSURE that NO INNOCENT CIVILIANS are killed.
The law is to PROTECT civilians, NOT KILL them! pic.twitter.com/ojcazr094x
— All India Trinamool Congress (@AITCofficial) December 8, 2021