এবার বারাসত থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃত লালু সেন ওরফে রাহুলের সঙ্গে জেএমবি জঙ্গি নাজিউরের যোগসাজশ ছিল বলে তদন্তে উঠে এসেছে। হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরা করে রাহুলের খোঁজ মেলে। অভিযোগ, রাহুল ওরফে লালু ‘হুন্ডি’ ব্যবস্থার মাধ্যমে জেএমবি জেহাদিদের টাকাপয়সার জোগান দিত। এমনকী, নাজিউর-সহ একাধিক বাংলাদেশি জঙ্গিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রের খবর, আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে তাকে। দিন কয়েক আগেই খাস কলকাতা থেকে তিন বাংলাদেশি সন্ত্রাসবাদিকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। তার পর থেকেই তাদের লিংকম্যানদের খোঁজে জাল পেতেছে পুলিশ। চলছে চক্রের শিকড়ের খোঁজ। সেই তদন্তে নেমেই পুলিশের খাতায় উঠে আসে বারাসতের বাসিন্দা রাহুল ওরফে লালুর নাম। জানা যায়, জনৈক রাহুল সেন ওরফে রাহুল কুমার ওরফে লালু টাকা পয়সার জোগান দিত নাজিউরদের। বিদেশ থেকে আসা টাকা লালুর মাধ্যমেই পৌঁছে যেত জেএমবি সন্দেহভাজনদের কাছে। শুধু টাকাপয়সাই নয়, লালু অন্যান্য লজিস্টিক সাপোর্টও দিত তাদের। উল্লেখ্য, হুন্ডি ব্যবস্থাও হল এক ধরনের হাওয়ালা ব্যবস্থা। যার মাধ্যমে বিদেশ থেকে টাকার জোগান আসত।