প্রতিপক্ষ জো বিডেন এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে বিস্ফোরক বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এ বার সরাসরি মামলার হুমকি দিয়ে দিলেন ট্রাম্প। তিনি জানান, এই নির্বাচনে হারলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। বলেন, আইনি লড়াইয়ের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তিনি। এত রাতে কেন ভোটগ্রহণ চলছে, সেই অভিযোগ তুলে দাবি করেন, ‘আমেরিকার জনগণের সঙ্গে এটা প্রতারণা। আমরা নির্বাচনে জিততে চলেছি। আরও স্পষ্ট করে বললে, আমরা জিতেই গিয়েছি।’
