কলকাতা

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে আগামী শনিবার থেকে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কাল থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে।