বিনোদন

এবার আসছে ‘টাইগার’ ভার্সেস ‘পাঠান’, সলমন-শাহরুখের ধামাকা ছবির পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ

বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি দর্শকদের মন জয় করেছে। সেই সাফল্যের জেরেই স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবিগুলির কাজ দ্রুত শুরু করতে চলেছে যশ রাজ ফিল্মস। সেই তালিকায় রয়েছে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিটি। টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে ক্রমশই চড়ছে উন্মাদনার পারদ। আজ, বৃহস্পতিবার জানা গিয়েছে, সেই ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর পরিচালিত ‘পাঠান’ ছবি রাজত্ব করেছে বলিউডে। তাই স্পাই ইউনিভার্সের গুরুত্বপূর্ণ ছবি  ‘টাইগার ভার্সেস পাঠান’ পরিচালনার দায়িত্ব সিদ্ধার্থের কাঁধেই দিয়েছে যশ রাজ ফিল্মস। এই ছবিতে একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও সলমন খান। ২০২৪-এর জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির।  সূত্রের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার সিদ্ধার্থ আনন্দের উপর অগাধ আস্থা রয়েছে। পাশাপাশি পরিচালক  সিদ্ধার্থ আনন্দের কাছেও  শাহরুখ ও সলমানের কাজ করতে পারা অনেকটা স্বপ্নের মত।