কলকাতা

ট্রেনের পর প্লেন বাতিল! কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ডেরেক ও ব্রায়েনের

ট্রেনের পরে এবার প্লেন বাতিলের অভিযোগ তুলল তৃণমূল। দিল্লির কর্মসূচির জন্য ট্রেনে করে তৃণমূল কর্মীদের দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব রেলের তরফে সেই ট্রেন দেওয়া হয়নি। ট্রেন না পেয়ে বাসে করে দিল্লির অভিযানের জন্য রওনা হয় তৃণমূল। পাশাপাশি প্লেনেও বেশ কিছু তৃণমূল নেতার যাওয়ার কথা ছিল। কিন্তু সেই বিমান বাতিল করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন একটি ট্যুইট করেন। সেখানে তিনি জানান, “প্রথমে তারা দিল্লি যাওয়ার জন্য ট্রেন বাতিল করেছে। এখন একটি প্লেনও বাতিল করা হয়েছে। যতই ওরা চেষ্টা করুক, আমরা যাবই।” ট্যুইট করে একই অভিযোগ তুলেছেন আরেক তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।