চোপড়া কাণ্ডে চাপ বাড়াচ্ছে তৃণমূল। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? এই দাবি নিয়ে আজ রাজভবনে যাবে তৃণমূলের ১২ সদস্যের প্রতিনিধি দল। উত্তর দিনাজপুরের চোপড়ার শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যপালের সময় চেয়েছিল তৃণমূল । রাজ্যপাল সিভি আনন্দ বোস তৃণমূলকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন । আজ ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় ১২ সদস্যের প্রতিনিধিদল রাজভবনে যাবে, জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। মূলত সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ জানাতে তাদের এই রাজভবনযাত্রা । উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে এবার আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল তৃণমূল । ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।