জেলা

নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় এবার ভিডিও ফুটেজ নিয়ে রাজ্যপালের কাছে যেতে চলেছে তৃণমূল। বুধবার কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন। কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই দিনের ঘটনায় নিশীথের কনভয়ের সঙ্গে সঙ্গে এসেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।’ বুধবার ঘটনার দিনের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি জানান, ঘটনার ওই ভিডিয়ো রাজ্যপালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিন জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণও। উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনার নিন্দা করে কড়া বিবৃতি দেন। এমনকি রাজ্যের কাছ থেকে রিপোর্টও চান তিনি। রাজভবনে বিজেপির সেই অভিযোগের পরে এবার জোড়াফুল শিবিরের তরফে পাল্টা ভিডিয়ো ফুটেজ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। অন্যদিকে বুধবারই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে।