জেলা

মনোনয়নের দ্বিতীয় দিনে রণক্ষেত্র ডোমকল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

বিভিন্ন জেলায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ডোমকলে পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে উত্তেজনা। বিডিও অফিস চত্তরে বিরোধীদের মারধরের অভিযোগ করা হয়েছে। সিপিএম কর্মীদের অভিযোগ তাঁদেরকে মারধর করেছে তৃণমূল। ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের সমর্থকরা মারধর করেছে কংগ্রেস কর্মীদের উপর। কংগ্রেসের আরও অভিযোগ তৃণমূলের লোকজনে বিডিও অফিসের চারদিকে ঘিরে রেখেছে এবং তাঁরা কংগ্রেস ও সিপিএমকে ঢুকতে দেয়নি। এবার সেখান থেকেই আগেনেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা। ডোমকলে অশান্তির পর হাসপাতাল চত্বর থেকে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে ধৃত সারাংপুর তৃণমূল অঞ্চল সভাপতি বাসের আলি।