কলকাতা

‘শুভেন্দু ঝাঁপ দিলে কোন পরিচয় সামনে আসত? তৃণমূল না বিজেপি’?, পাল্টা প্রশ্ন কুণাল ঘোষের

সংসদ হামলায় বাংলা যোগ। ‘শুভেন্দু ঝাঁপ দিলে কোন পরিচয় সামনে আসত? তৃণমূল না বিজেপি’? এবার পাল্টা প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, ‘যা ঘটেছে, তার থেকে নজর ঘোরাতে বিভ্রান্তি ছড়াচ্ছে’।  এদিন কুণাল ঘোষ বলেন, ‘এটাই প্রশ্ন, নিরাপত্তা খামতি। বিজেপি নেতা কী করে পাস দিল? ওরা এখন কে কারা ছোটবেলায়… এসব দেখে কি হবে? শুভেন্দু ঝাঁপ দিলে কোন পরিচয় সামনে আসত? তৃণমূল না বিজেপি’? তাঁর দাবি, ‘যে সংসদ এই পাস দিয়েছে তাকে অবিলম্বে বার করতে হবে। অমিত শাহ ধারাবাহিক ভাবে ব্যর্থ। স্বরাষ্ট্র মন্ত্রীর ইস্তফা চাই। ওদের ঢুকিয়েছে কে? পাস ওয়ার্ড দিয়েছে বলে মহুয়াকে বার করা হল আর পাস দেওয়ার জন্য বিজেপি নেতাকে কেন বার করা হবে না’? চার আনা নেতাদের নিরাপত্তা দিতে পারলে, সংসদের সংসদের নিরাপত্তা নেই’! অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত ললিত ঝা। গতকাল, বৃহস্পতিবার দিল্লির কর্তব্যপথ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতকে ৭ দিনের পুলিসি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।এদিকে সাংসদ হানার মূলচক্রীর ডেরা হদিশ মিলেছে কলকাতায়। স্রেফ বড়বাজার আর মধ্য কলকাতা নয়, বাগুইআটি অঞ্চলের হেলাবটতলার পালপাড়াতেও প্রায় তিন বছর ধরে বাবা-মা ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন ললিত। প্রতিবেশীদের দাবি, ১০ই ডিসেম্বর, ললিত এর বাবা-মা ও ভাই তাদের দেশ বিহারে চলে যায়। তবে ললিত কিন্তু পালপাড়ার এই বাড়িতেই ছিলেন।