বিএসএফ-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। অস্ত্র আছে কিনা পরীক্ষার নামে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে BSF। অভিযোগ করেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিএসএফ-এর এলাকা বৃদ্ধি ইস্যুতে আলোচনার মাঝে উদয়নের মন্তব্যে ব্যাপক শোরগোল বিধানসভায়। বিএসএফ-এর এলাকা বৃদ্ধি বিষয় নিয়ে আলোচনার শুরুতেই এক্তিয়ার বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানায় রাজ্যের শাসক দল। এক পা এগিয়ে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন উদয়ন। দিনহাটার তৃণমূল বিধায়ক বলেন, ‘সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের জিজ্ঞাসা করে দেখুন, কী আচরণ করে বিএসএফ ওখানে। ছোট ছোট সন্তানের সামনে বাবাকে কান ধরে ওঠবোস করায়। চেকিং করার নামে ছেলের সামনে মায়ের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ। এখানেই শেষ নয়, তিনি বলেন- বিএসএফ দেশপ্রেমিক নয়।’ এরপরই এই মন্তব্যের তীব্র প্রতিবাদে গর্জে ওঠে গেরুয়া শিবির। উদয়নের মন্তব্যের প্রতিবাদ করে হুঁশিয়ার করেন মিহির গোস্বামীও। তাতে আরও উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। বিএসএফ নিয়ে তরজার মাঝেই বিজেপি বিধায়ককে হুমকির অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। বিধানসভা কক্ষে দাঁড়িয়েই নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে দিনহাটার উপনির্বাচনে জয়ী বিধায়ক উদয়ন বলেন, ‘আপনার দলের একটা পা ভেঙে গিয়েছে। আর একটা পা ভেঙে দেব। এলাকায় ঢুকলে হাত-পা ভেঙে দেব।’
