শুটিং বন্ধ রেখেই নির্ধারিত সময় অনুযায়ী দিল্লিতে ইডি-র অফিসে পৌঁছে গেলেন দেব। বুধবার সকাল ১১টা নাগাদ তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন। এর আগে তিনি জানিয়েছিলেন, ইডি তদন্তে তিনি সব রকম সহযোগিতা করবেন। সেই মতো তিনি ইডি অফিসে পৌঁছে যান। অফিসে ঢোকার আগে সাংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে তিনি জানান, তাঁকে কোনও নথি নিয়ে যেতে বলা হয়নি। শুধু ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, দেবের বিরুদ্ধে অভিযোগ, গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামূল হকের থেকে সিনেমা করার জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।এদিন দিল্লিতে ইডি অফিসে ঢোকার সময় তিনি বলেন,’আমি কোনও অসৎকাজ করিনি। তাই ভয় পাচ্ছি না। যতবার ইডি ডাকবে ততবার আসব। আজও শুটিং বাতিল করে এসেছি।’ তাঁকে জিজ্ঞাসা করা হয়, লোকসভা নির্বাচনে তিনি আবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন। সে কারণেই তাঁকে ইডি ডাকল। এই ধরনের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি দেব।