সমস্ত সংবাদমাধ্যমের প্রতিনিধি, এডিটর এবং চিত্রসাংবাদিকদের সংসদ অধিবেশনে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল। উল্লেখ্য, মঙ্গলবারই করোনা সংক্রমণের অজুহাতে এই নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করে পার্লামেন্টের সচিবালয়। তাতে বলা হয়েছিল, সংসদ ভবনে কোনও সাংবাদিক ও চিত্রসাংবাদিক ঢুকতে পারবেন না। বুধবারই এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি জারি করেছেন তৃণমূল সংসদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বিবৃতিতে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মুখ বন্ধ করার এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছে। দল তাঁদের পাশে রয়েছে। পাশাপাশি ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সংসদ হল গণতন্ত্রের হৃদয়, আর সেখান থেকে করা প্রতিবেদন হল গণতন্ত্রের ঐতিহ্য। মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম হল দেশের মেরুদন্ড। এবং বাক-স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও চিন্তা-চেতনার অধিকার একটি প্রাণবন্ত গণতন্ত্রের ভিত্তি। আমরা অবিলম্বে সাংবাদিকদের সব সুযোগ-সুবিধা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। সংসদকে কভার করতে দিন যাতে প্রতিষ্ঠান শক্তিশালী হয়। এদিন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন একই দাবি করেন। পাশাপাশি তাঁর অভিযোগ, সংসদ টিভির মাধ্যমে লোকসভা ও রাজ্যসভার অধিবেশনের যে সম্প্রচার হয় সেটি সেন্সর করা হয়।