দেশ

মেঘালয়ে প্রথম দফায় ৫২ আসনের প্রার্থীর নাম প্রকাশ করল তৃণমূল

মেঘালয় বিধানসভা ভোটের জন্য শুক্রবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রথম দফায় ৫২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।  তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ বিদায়ী বিধানসভার আট বিধায়কের নাম রয়েছে। প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব রাজ্যটিতে দলের সভাপতির দায়িত্ব পালন করা চার্লস পিনগ্রোপ।  ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। ফলে ওই মাসেই ভোট হওয়ার কথা রয়েছে। দেখতে গেলে  হাতে আর দুই মাসও সময় নেই। লোকসভা ভোটের আগে উত্তর-পূর্বের রাজ্যটির বিধানসভার ভোটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। নভেম্বর মাসেই রাজ্যটিতে সভা করেছেন দলের সর্বভারতীয়  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মাসে সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাহাড়ি রাজ্যটিতে বিধানসভা ভোটে ভাল ফলাফল হবে বলে যথেষ্টই আশাবাদী তিনি। গোয়া বিধানসভা ভোটের মতো ফলাফল হবে না বলেও আত্মপ্রত্যয়ী কণ্ঠে জানিয়েছিলেন। নির্বাচন কমিশন এখনও বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা না করলেও তৃণমূল শীর্ষ নেতৃত্ব অপেক্ষায় না থেকে প্রথম দফার প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছেন। এদিন ৫২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাকি আট আসন স্থানীয় কোনও দলকে ছাড়া হতে পারে বলে জল্পনা রয়েছে। মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ লড়ছেন নোঙ্গথিম্মাই আসন থেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা লড়ছেন তিকরিকিলা ও সোংসাক কেন্দ্র থেকে।