কলকাতা

লক্ষ্য ২০২৪! এবার বাংলার পাশাপাশি দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে পালিত হবে তৃণমূলের শহিদ দিবস

গত বছরের পর এবারও তৃণমূল ভার্চুয়ালি পালন করবে ২১ জুলাই। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। তবে গতবারের থেকে এবারের পরিস্থিতিআলাদা। এবার তৃতীয়বারের জন্য বিধানসভা নির্বাচন জিতেছে তৃণমূল। তাদের লক্ষ্য ২০২৪। তাই সারা দেশ জুড়েই ২১ জুলাইয়ের ভাষণ শোনানোর প্রস্তুতি নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বাংলা দখল হয়ে গিয়েছে, এবার লক্ষ্য দিল্লি। তাই এবারের ২১ জুলাইয়ের কর্মসূচিকে জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, এবার বাংলার পাশাপাশি দিল্লিতেও ২১ জুলাইয়ের কর্মসূচি পালন করা হবে। সাউথ অ্যাভিনিউতে দলের পার্টি অফিসের বাইরে পালিত হবে তৃণমূলের শহিদ দিবস। সেখানে উপস্থিত থাকবেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। জানা গিয়েছে, দিল্লিতেই জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বাংলা থেকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হতে পারে। এই প্রথম দিল্লির বুকে শহিদ দিবস পালন করতে চাইছে তৃণমূল। এরই সঙ্গে শুধু দিল্লিতে নয়, আরও কয়েকটি রাজ্যেও ২১ জুলাই পালন হবে বলে তৃণমূল সূত্রে খবর। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ২০২৪-এর রণনীতি তৈরি করতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর সে দিক দিয়ে ২০২৪-কে সামনে রেখে দিল্লিতে এবারের শহিদ দিবস পালন করতে চাইছে তৃণমূল। আর সেই দিন কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এর আগে শহিদ তর্পণ মঞ্চ কখনও হয়ে উঠেছে বাম জমানা অবসানের সঙ্কল্প মঞ্চ। আবার কখনও হয়ে উঠেছে পরিবর্তনের সঙ্কল্প মঞ্চ। আর ২০২১-এর এই মঞ্চে একাধারে যেমন তৃণমূলের বিজয় সমাবেশ হতে চলেছে ঠিক তেমনই পাশাপাশি মোদি সরকারকে উৎখাত করার ডাকও দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করা হচ্ছে।