কলকাতা

বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক, ৫০ লক্ষ চিঠি গেল দিল্লিতে

বাংলাকে তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত রাখার বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি, একশো দিনের কাজ ও আবাস যোজনা বাবদ বাংলার প্রাপ্য ১৫ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। আর এর ফলে ভুগতে হচ্ছে এই সব প্রকল্পের উপর নির্ভরশীল বাংলার জনগণকে। সেই সব বঞ্চিত মানুষরা একত্রে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্সে লেখেন, ‘কেন্দ্র সরকারের অন্যায়ের বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গ রুখে দাঁড়িয়েছে। আমাদের অধিকার ছিনিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রে মানুষের ক্ষমতাই শেষ কথা।’ দিল্লি চলো কর্মসূচি নিয়ে তৈরি হচ্ছে তৃণমূল, আর সেই কর্মসূচির অংশ হিসাবেই এ বার রাজ্য থেকে ৫০ লক্ষ চিঠি রওনা দিল দিল্লির দিকে৷ রাজ্যের পাওনার দাবিতে এই চিঠি দিল্লিতে মন্ত্রী গিরিরাজ সিং ও নরেন্দ্র মোদির দফতরেও এই চিঠি পাঠিয়ে দেওয়া হবে৷ অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, ‘দিল্লি সত্যাগ্রহের আগে বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গিরিরাজ সিংকে চিঠি লিখেছেন, দিল্লিতে লাখ লাখ চিঠি পাঠানো হয়েছে৷’  ট্যুইটে বলা হয়েছে, ‘বাংলার মানুষ অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন৷ বিজেপি সরকার অন্যায় ভাবে মোট ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে৷ আবাস যোজনা ও মনরেগার বরাদ্দ টাকা আটকে রয়েছে৷ যাঁরা প্রভাবিত হয়েছে, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন৷’