প্রকাশ্যে এল পরিচালক প্রতিম ডি. গুপ্ত বহুল প্রত্যাশিত ছবি ‘চালচিত্র’ ছবির একটি বিশেষ প্রচারমূলক গান ‘জানি না মানে’ । এই প্রথমবার বাংলার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বই এর শান্তনু মহেশ্বরী কে দেখা যাবে নাচের যুগলবন্দীতে। দেবজ্যোতি মিশ্র এর সুরে , রিতম সেন, পরিচালক প্রতিম ডি. গুপ্তের লেখা এবং কিংবদন্তি উষা উত্থুপের গাওয়া ‘জানি না মানে’ শীর্ষক সেই গানের ভিডিয়োয় তাঁদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। টোটা এবং শান্তনু ছাড়াও, চালচিত্র ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মোঃ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া ব্যানার্জী, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, অনিন্দিতা বোস এবং ইন্দ্রজিৎ বোস।