কলকাতা

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম তোলা ও ভোটার কার্ডে তথ্য সংশোধনের সময় শেষ হয়েছে। নির্বাচনী পরিচয়পত্রে সংশোধন ও নাম তোলার সেই পর্ব শেষ হওয়ার পর ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে এক প্রেস নোট প্রকাশ করে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জন। বৃহস্পতিবার কমিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৫০৭ জন। মহিলা ভোটার রয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ০৭১ জন। ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জনের মোট ভোটারের তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ৭৯৯ জন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এ বারে নতুন ভোটার হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার ২৫১ জন।