বিনোদন

রিলিজ হল পঞ্চায়েত সিজন ৪-এর ট্রেলার

 সামনে এল বহুল চর্চিত সিরিজের নতুন সিজনের ট্রেলার। একইসঙ্গে জানানো হয়েছে কবে থেকে দেখা যাবে নতুন এপিসোডগুলি। এর আগের প্রতিটা সিজনেই দর্শকদের মন জিতেছে টিভিএফ-এর এই সিরিজ। এবারেও ব্যতিক্রম হবে না, এমনই আভাস মিলল ট্রেলারে। তৃতীয় সিজনেই জানা গিয়েছিল, পরের অর্থাৎ চতুর্থ সিজনে পঞ্চায়েত ভোট দেখানো হবে। সিজন ৪-এর ট্রেলার সেই জল্পনাতেই চূড়ান্ত সিলমোহর দিল। তবে বরাবরের মতো এবারও ‘সচিবজী’ পঞ্চায়েত রাজনীতির সঙ্গে ভালোমতোই জড়িয়ে গিয়েছেন। ট্রেলারেই সেই ইঙ্গিতই স্পষ্ট। বাকি চরিত্রের মধ্যে বিশেষ ভূমিকায় দেখা যাবে ফুলেরার গ্রামপ্রধান মঞ্জুদেবীকে। আগের সিজনগুলিতে তাঁকে মূলত দক্ষ গৃহিণীর ভূমিকায় দেখা গিয়েছে। তবে এবার রাজনীতির ময়দানেও দাপুটে নেত্রী হিসেবেই দেখা যাবে নীনা গুপ্তা অভিনীত এই চরিত্রটিকে। এবারের সিজনে মূলত ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন দেখানো হবে। সেখানে মঞ্জুদেবীর বিরুদ্ধে লড়বেন ক্রান্তিদেবী। এছাড়া বিকাশ, প্রধানজি, প্রহ্লাদচাচার মতো চরিত্রগুলিও বিশেষ ছাপ ফেলবে বলেই অনুমান। বিগত কয়েকবছরে অভিনয়ের জোরে দর্শকদের মন অবলীলায় জিতে নিয়েছেন পঞ্চায়েত সিরিজের অভিনেতারা। নীনা গুপ্তা (মঞ্জুদেবী), রঘুবীর যাদবের (প্রধানজি) মতো অভিজ্ঞ অভিনেতাদের পাশাপাশি নজর কেড়েছেন জিতেন্দ্র কুমার(সচিবজী), সানভিকা(রিঙ্কি), দুর্গেশ কুমার(বনরাকস), ফেইসল মালিক(প্রহ্লাদ)-সহ আরও অনেকে। গত সিজনের শেষের দিকে বেশ কিছু দুরন্ত অ্যাকশন দৃশ্যের সাক্ষী থেকেছেন পঞ্চায়েতের দর্শকরা। এবারেও সেই ধারা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। ট্রেলারের একেবারে শেষে জানানও হয়েছে নতুন এপিসোড রিলিজের ডেট। সব ঠিক থাকলে আগামী ২৪ জুন থেকে দেখা যাবে নতুন এপিসোডগুলি। সুতরাং আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই সামনে আসছে বহু প্রতীক্ষিত সিরিজের নতুন থুড়ি চতুর্থ সিজন।