জেলা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগে আন্দোলন তৃণমূলের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূমের শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প কেন্দ্রের সামনে আন্দোলন শুরু করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতির পর, বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশে শান্তিনিকেতনের ক্যাম্পাসে তিনটি ফলক বসায় কর্তৃপক্ষ। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী ও উপাচার্যের নাম থাকলেও রবীন্দ্রনাথের নাম ব্রাত্য রাখা হয়। এই ঘটনায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। গতকাল, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, শুক্রবার সকাল দশটার মধ্যে ওই ফলক না সরানো হলে আন্দোলন শুরু হবে। বিশ্বভারতী সেই বিষয়টিকে উপেক্ষা করায় রবীন্দ্রনাথের ছবি বুকে রেখে আন্দোলন শুরু করল তৃণমূল।