উপনির্বাচনে গণনাতেও ঝরল রক্ত! অকালে প্রাণ হারাল চতুর্থ শ্রেণির পড়ুয়া। সোমবার দুপুরে কালীগঞ্জ উপনির্বাচনে বিজয় উৎসবে বোমাবাজির ফলে মৃত্যু হল নাবালিকার। মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজয় মিছিল বের করেন। সেই সময় ওই ছাত্রী বাড়ির দিকে ফিরছিল। বিজয় মিছিলের সামনে আসতেই আচমকা মিছিল থেকেই বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃতের নাম তামান্না খাতুন। সে চতুর্থ শ্রেণির পড়ুয়া। ইতিমধ্যেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি এই ঘটনায় মর্মাহত। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে।’ যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন, সিপিএমের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বোমা। মৃত নাবালিকার পরিবার সিপিএমের সমর্থক ছিল বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় অভিযোগের তির শাসক দলের দিকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনায় শোকপ্রকাশ করেছেন জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অন্যদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
