জেলা

কুলটির কয়লাখনিতে ভয়াবহ ধস, আটকে প্রায় ২৫ জন কর্মী

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার কুলটি থানার বোডরা গ্রামে অবৈধ খননের জেরে খনির ভিতরে দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অবৈধ ভাবে একটি কয়লা খনিতে থেকে কয়লা কেটে বার করার সময়েই ভয়াবহ ধস নামে। আর তার জেরে ভেতরে খুব কম করেও জন ২৫ কর্মী আটকে আছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটে গত কয়েকদিন ধরেই কয়লা কেটে বার করার কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি ভিন রাজ্যের শ্রমিক এনে অবৈধ ভাবে কয়লা খাদানে ঢুকে সেখান থেকে কয়লা সরানোর কাজ চলছিল। এদিন সকালে সেই হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। সেই সময়ে ওই খনিত ভিতরে খুব কম করেও জন ২৫ মানুষ কাজ করছিলেন যারা যুবক বা নাবালক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিআইএসএফ। ঘটনাস্থলে গিয়েছেন কোলিয়ারির কর্তৃপক্ষের প্রতিনিধিও। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখন গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ।