টুইটারের সিইও আর থাকছেন না স্পেস-এক্স কর্তা এলন মাস্ক। যাবতীয় দায়িত্ব দিতে চলেছেন অন্য একজনকে। বৃহস্পতিবার গভীর রাতে টুইট করে এমনটাই জানিয়েছেন মার্কিন ধনকুবের। নতুন সিইওকে নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত টুইটার কর্তা। গতকাল টুইটে তিনি লিখেছেন, আমি টুইটারের জন্য নতুন একজন সিইও নিয়োগ করেছি। যোগ্যতম একজনকেই দায়িত্ব দিতে চলেছি। তিনি হয়ত আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দেবেন। এই ঘোষণা করতে পেরে আমি উচ্ছ্বসিত। কিন্তু তিনি কে হতে পারেন তা এখনও পর্যন্ত ঘোষণা করেননি মাস্ক। তবে মনে করা হচ্ছে এবার মহিলা সিইও পেতে চলেছে টুইটার। সূত্রের খবর, এনবিসি ইউনিভার্সাল এগজেকিউটিভ লিন্ডা ইয়াকারিনোর সঙ্গে কথা হচ্ছে টুইটারের চিফ এগজেকিউটিভ অফিসারের দায়িত্ব গ্রহণ নিয়ে। যদিও ওই সংস্থার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে আপাতত সিইও পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেও, টুইটারের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ছেড়ে দেবেন না এলন মাস্ক। তিনি সংস্থার চিফ টেকনোলজিস্ট হিসাবে দায়িত্ব পালন করবেন।