বিজ্ঞান-প্রযুক্তি

টুইটারে ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে এলন মাস্ক! ঘোষণার পরই থেকেই বিশ্ব জুড়ে ব্যাহত পরিষেবা

 মাত্র সপ্তাহখানেক আগেই টুইটার কিনেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক । ৪ হাজার ৪০০ কোটি টাকা দিয়ে এলন মাস্ক টুইটার কেনার পরই একাধিক পরিবর্তন হওয়ার জল্পনা শুরু হয়। এরমধ্যে অন্যতম ছিল, খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন টেসলা কর্তা।  তারপরেই সংস্থার একাধিক উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এতেই শেষ নয়। শুক্রবার থেকে নাকি ব্যাপক হারে গণছাঁটাই শুরু করবেন মাস্ক। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে টুইটার। এদিকে মাস্ক সমস্ত কর্মীকেই ই-মেল করে জানিয়েছেন, শুক্রবার থেকেই কর্মী ছাঁটাই শুরু হবে। মাস্কের দাবি, টুইটারকে সঠিক পথে নিয়ে যেতে বিশ্বব্যাপী সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে হবে। ‘দুর্ভাগ্যজনক’ হলেও এই সিদ্ধান্ত তাঁদের নিতে হচ্ছে বলে জানিয়েছেন মাস্ক। সমস্ত কর্মীকেই বলা হয়েছে তাঁরা যেন অফিস থেকে বাড়ি ফিরে যান। ব্যক্তিগত ই-মেলেই চাকরি যাওয়ার কথা জানতে পারবেন কর্মীরা। পাশাপাশি যাঁদের চাকরি বহাল থাকল, তাঁদেরও জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিকে এদিন সকাল থেকেইমাইক্রোব্লগিং সাইটের পরিষেবাও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সমস্যার পরে ওয়েবসাইটে দেখা যাচ্ছে একটি লেখা। সেখানে বলা হচ্ছে, ‘কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু ভয় পাবেন না। আরেকবার চেষ্টা করুন।’ অনেকেরই অভিযোগ, প্রায় ২ ঘণ্টা ধরেই এই সমস্যা চলছে। মনে করা হচ্ছে ছাঁটাইয়ের আশঙ্কাই রয়েছে এই সমস্যার পিছনে।