জেলা

বিষ্ণুপুরে তৃণমূল বুথ সভাপতি খুনে গ্রেফতার মূল অভিযুক্ত সহ ২ বিজেপি সমর্থক

বিষ্ণুপুরে বুথ সভাপতিকে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ দুই বিজেপি সমর্থক। নরেন্দ্রপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম শুভাশিস মণ্ডল ও সুকান্ত বৈদ্য। পুলিশের দাবি, তৃণমূল বুথ সভাপতি সাধন মণ্ডলকে খুনের জন্য শার্প শুটারকে সুপারি দিয়েছিল মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শার্প শুটারকে সুপারি দিয়েছিল ধৃতরা। গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিষ্ণুপুরে চায়ের দোকানে ঢুকে তৃণমূলের বুথ সভাপতিকে গুলি করে ৩ দুষ্কৃতী। মৃত সাধন মণ্ডল আঁধারমানিকের দুর্গাবাটি গ্রামের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি ছিলেন। তদন্তকারীদের দাবি, তৃণমূল নেতা সাধন মণ্ডলকে খুনের জন্য শার্প শুটার উজ্জ্বল রায়কে ২ লক্ষ টাকা সুপারি দিয়েছিল মূল অভিযুক্ত শুভাশিস। পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালে তৃণমূল বুথ সভাপতি আনন্দ পাত্র খুনের ঘটনায় অভিযুক্ত ছিল সাধন। সেই খুনে নাম জড়িয়েছিল শুভাশিস ও সুকান্তর। কিছুদিন জেল খেটে জামিন পেলেও সাধনের বিরোধিতায় গ্রামে ঢুকতে পারছিল না তারা। এর বদলা নিতেই সাধনকে খুনের ষড়যন্ত্র বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।