পাটনা-কোটা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন একের পর এক যাত্রী। চিকিৎসক আসার আগেই ২ যাত্রীর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও ৬ যাত্রী। বারাণসী থেকে ট্রেনটি ছাড়ার পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মৃত যাত্রীদের বয়স ৬২ বছরের কাছাকাছি। অর্থাৎ ২ জনেই বৃদ্ধ। প্রথমে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাঁকে দেখতে গিয়ে একে একে সেই কামরার প্রায় জনা দশের যাত্রী অসুস্থ হয়ে পড়েন। আগ্রা-কোটা এক্সপ্রেসে হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। আগ্রা স্টেশনে চিকিৎসক ২ যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আগ্রার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগ্রা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে খবর যেতেই তৎপরতার সঙ্গে স্টেশনে ট্রেন ঢোকা মাত্র চিকিৎসক নিয়ে হাজির হয়। যাঁরা অসুস্থ হয়েছেন বা মারা গিয়েছেন তাঁরা সকলেই নন এসি কামরায় সফর করছিলেন। এবং এস-২ কামরায় তাঁরা সফর করছিলেন বলে জানা গিয়েছে।