কলকাতা

প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব ইডির, হাজিরা দিলেন পর্ষদের দুই প্রতিনিধি

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে নথি নিয়ে নিয়ে হাজিরা দিলে পর্ষদের দুই প্রতিনিধি। ২০১২ এবং ২০১৪ সালে প্রাথমিক টেটের প্যানেল সংক্রান্ত নথি নিয়ে এদিন তাঁরা হাজিরা দেন বলে ইডি সূত্রের খবর। সম্প্রতি হুগলির যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর ইডির তদন্তকারীরা তাঁদের জেরা করে অয়ন শীলের নাম পান। এরপর অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সূত্রের খবর, বাজেয়াপ্ত নথিগুলির মধ্যে রয়েছে ২০১২ ও ২০১৪ সালে টেট নিয়োগের নথিও। আর তার পরেই নিয়োগের নথি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব করল ইডি। গোয়েন্দাদের তলবের পর নির্ধারিত সময়ের মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পর্ষদের দুই প্রতিনিধি। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ পর্ষদের দুই প্রতিনিধি নথিপত্র নিয়ে ইডির দফতরে হাজিরা দেন। সেসব নথি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।