বিদেশ

আগামীকাল বাংলাদেশের ভোট, শনিবার ২টি পোলিং বুথ অগ্নিসংযোগ

সাধারণ নির্বাচনের আগের দিন উত্তপ্ত বাংলাদেশ ৷ সেখানে শনিবার দু’টি স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কারণ, ওই দু’টি স্কুলে রবিবারের ভোটের জন্য পোলিং বুথ করা হয়েছিল ৷ একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে ৷ দ্বিতীয় ঘটনাটি গাজিপুর শহরের ৷ দু’টি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে ৷প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, শনিবার একটি ঘটনাটি ঘটে চট্টগ্রামের পাতেঙ্গা ইপিজেড এলাকায় ৷ ভোর সাড়ে চারটে নাগাদ সেখানকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ সিএমপি পোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার শাকিলা সোলতানা জানিয়েছেন যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয় প্রধানশিক্ষকের ঘরে ৷ সেখানে নতুন বই রাখা ছিল ৷ সেগুলি সব পুড়ে ছাই হয়ে যায় ৷দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজিপুর শহরে ৷ সেখানে পূর্ব চান্দানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে ৷ এই স্কুলের অফিসঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন গাজিপুর দমকল পরিষেবার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল্লা আল আরেফিন ৷এর আগে বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশের ছ’টি জেলার একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ওই দু’দিনে পাঁচটি স্কুলে হামলা হয় ৷ প্রত্যেকটি স্কুলেই পোলিং বুথ হওয়ার কথা ৷ এছাড়া ওই জেলাগুলির ১০টি নির্বাচনী শিবিরেও হামলা হয়েছে ৷ তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত করছে ৷ উল্লেখ্য, আগামিকাল রবিবার বাংলাদেশে দ্বাদশ সাধারণ নির্বাচন ৷