কলকাতা

নব নালন্দা স্কুলে জানলার কাঁচ ভেঙে আহত নবম শ্রেণির ২ ছাত্র

সাতসকালে কলকাতার নামী স্কুলে দুর্ঘটনা ৷ আহত নবম শ্রেণির ২ ছাত্র ৷ আহতদের মধ্যের একজন ছাত্রের জখম গুরুতর ৷ তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার সাদার্ন অ্যাভেনিউয়ের নব নালন্দা স্কুলে ৷ স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের ৷ ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনায় রিপোর্ট তলব করেছে শিক্ষা দফতর ৷ জানা গিয়েছে, সোমবার সকালের প্রার্থনা চলাকালীন ঘটনাটি ঘটে ৷ পাঁচ তলার জানলার একটি কাঁচ ভেঙে পড়ে ৷ সেই সময় নীচে ছিল ছাত্ররা ৷ বরাত জোরে প্রাণে বেঁচে যায় তারা ৷ তবে আহত হয় নবম শ্রেণির 2 ছাত্র ৷ একজনের কম আঘাত লাগায় তাকে স্কুলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ৷ অন্যজনের ঘাড়ে ও মাথায় আঘাত লাগায় তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনার জেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ৷ রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষকে ঘিরে প্রতিবাদ দেখান তাঁরা ৷ চরম উত্তেজনার সৃষ্টি হয় ৷